নিপা: হাত ছাড়ো নিরব?
নিরব: যতই রাক করো
হাত ছাড়বো না।
নিপা: কেন?
নিরব: কেন মানে? ভালবাসি না তোমায়। ভালবাসার মানুষের হাত ছেড়ে দেওয়ার মত বোকা আমি নয়।
নিপা: তাহলে কষ্ট দাও কেন আমায়?
নিরব: তোমার সাথে রাক করলে যে আমার ভালো লাগে, তোমায় কষ্ট দিলে যে আমার ভালো লাগে, তোমায় কাদালে যে আমার ভালো লাগে।
আচ্ছা বলতো? আমি তোমায় কষ্ট দিলে কতটা কষ্ট পাও?
নিপা: অনেক কষ্ট, মনে হয় পৃথিবী ছেড়ে চলে যায়।
নিরব: বলতো কেন এমন মনে হয়?
নিপা: কেন?
নিরব: কারণ, তুমি আমায় খুব ভালবাসো। আমিও তোমায় ভালবাসি অনেক। আর প্রিয় মানুষ গুলোর কষ্ট সহ্য করা যায় না।
নিপা: ঠিগ বলছ,তুমি যখন আমায় কষ্ট দাও তখন আমার মনে হয় আমি এই জীবন শেষ করে ফেলি।
নিরব: এই পাগলি,আমি তোমার সাথে মঝা করি। জানই ত যে আমার একটু রাক বেশি। তাই ত মাঝে মাঝে তোমার সাথে একটু রাগ করি। তবে হে তোমার সাথে যখন রাগারাগি করি তখন আমারও অনে কষ্ট হয়।
বিশ্বাস করও আমি তোমাকে আমার জিবনের চায়তে অনেক বেশি ভালবাসি। তোমার জন্য আমি এই পৃথিবী ছারতে পারি। তবুও তোমায় ছারতে পারব না এই জীবনে।
নিপা: তোমাকে বকা দেই কেন জান?
নিরব: কেন?
নিপা: যেন আমায় শক্ত করে জড়িয়ে দরো। তোমার বুকে মাথা রাখলে পৃথিবীর সুখি প্রেমিকদের মত আমিও ভাবতে পারি। তোমাকে পেয়ে ধন্য জীবন আমার। নিরব আমি কখনো ভুল করলে আমায় দূড়ে ঠেলে দিও না।
নিরব: কখনো না।
আমাদের ভালবাসা অভিমানের পরেও থাকবে।